এনভাটো পরিচিতি : এনভাটো (www.envato.com) কিছু অন্যন্য বৈশিষ্ট্যের কারনে অল্প সময়ের মধ্যে বায়ার (ক্রেতা), ডিজাইনার, ডেভেলপার এবং শিক্ষার্থীদের নিকট প্রিয় হয়ে উঠেছে। ২০০৬ সালে শুরু হওয়া অস্ট্রেলিয়াভিত্তিক এ প্রতিষ্ঠানটি প্রধানত: আটটি মার্কেটপ্লেস ও নয়টি টিউটরিয়াল ওয়েবসাইট নিয়ে গঠিত। প্রত্যেকটি ওয়েবসাইট-এ রয়েছে মানসম্মত কনটেন্ট, স্বতন্ত্র বৈশিষ্ট্য ও ইউজার ফ্রেন্ডলি আকর্ষনীয় ইন্টারফেস। এনভাটো পাঁচ লক্ষ বায়ারসহ তিন মিলিয়নের অধিক সদস্যের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ কমিউনিটি।

২০১৩ সালে এনভাটো কমিউনিটির Author, ফ্রিল্যান্সার, অ্যাফিলিয়েটর এবং কোর্স ইন্সট্রাকটরদের প্রদান করে ১৪০ মিলিয়ন ডলার। শুধুমাত্র ক্রিসী (Kriesi) ইউজার নামের একজন ওয়ার্ডপ্রেস থিম ডিজাইনার ২০০৮ সালে কাজ শুরু করে মাত্র ছয় বছরে আয় করেছে দুই মিলিয়ন ডলারের বেশি। themefustion ইউজার নামের দুই জন থিম ডিজাইনার মাত্র একবছরেই মিলিনিয়ার হওয়ার মর্যাদা লাভ করে। এরকম আরও অনেকে আছেন যারা এনভাটো মার্কেটপ্লেসের মাধ্যমে অল্প সময়ের মধ্যে সফল হয়েছেন। বর্তমানে অনেক বাংলাদেশীও এ মার্কেটপ্লেসে কাজ করে ভাল আয় করছে এবং যে কেউ এনভাটোয় রেজিষ্ট্রেশন করে আয় করতে পারে।

এনভাটো ওয়েবসাইট পরিচিতি : এনভাটো তিন ধরনের ওয়েবসাইট পরিচালনা করে -
১. এনভাটো মার্কেট (Envato Market)
২. টিউটপ্লাস (Tupsplus)
৩. এনভাটো ষ্টুডিও (Envato Studio)

১. এনভাটো মার্কেট (envato market) ও এর বৈশিষ্ট্য : এনভাটো মার্কেটের অধীনে আটটি মার্কেটপ্লেস রয়েছে। এনভাটো মার্কেটে যারা থিম, ডিজাইন, কনটেন্ট বা বিভিন্ন প্রোগ্র্যামে তৈরী করা ফাইল বিক্রি করে তাদের Author বা লেখক বলা হয়। Author হতে হলে প্রথমে রেজিষ্ট্রেশন করে ছোট একটি কুইজে অংশ নিতে হয়। কুইজ প্রধানত এনভাটো মার্কেটপ্লেস এর নিয়ম-কানুন ও কপিরাইট সংক্রান্ত। একজন লেখক হিসেবে যে কোন ডিজাইন বা ফাইল নির্দিষ্ট নিয়ম মেনে জমা দিতে হয়। জমা দেওয়ার এক সপ্তাহের মধ্যে এনভাটো কর্তৃপক্ষ তা সাইটে বিক্রির যোগ্য কিনা তা যাচাই-বাছাই করবে, যদি উপযুক্ত না হয় তাহলে মেইলের মাধ্যমে কোথায় ও কি কি সমস্যা তা জানিয়ে দিক-নির্দেশনা দিবে এবং একদম উপযুক্ত না হলেও তা জানিয়ে দিবে।

ফাইলটি কর্তৃপক্ষ গ্রহণ করলে তা সাইটে আপলোড করবে এবং তার একটি নির্দিষ্ট মূল্য নির্ধারন করবে এবং পণ্যটি সেদিন থেকেই বিক্রি হওয়া শুরু হতে পারে। কোন কোন ডিজাইন এক সপ্তাহের মধ্যেই বিক্রি কয়েকশ ছাড়িয়ে যায়। কেউ যদি Exclusive Author হিসেবে রেজিষ্ট্রেশন করে তাহলে প্রথম দিকে Exclusive Author হলে বিক্রি হওয়া অর্থের ৫০% অর্থ আপনি পাবেন। Exclusive Author অর্থাৎ আপনার ডিজাইন বা অন্যান্য টেমপ্লেট এ ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও বিক্রি করতে পারবেন না। এভাবে বিক্রি যত বাড়তে থাকবে আপনার আয়ও বাড়তে থাকবে। এভাবে Exclusive Author পর্যায়ক্রমে তার টেমপ্লেট এর বিক্রয়মূল্যের ৭০% পর্যন্ত অর্থ পেয়ে থাকে। আর Non-Exclusive Author একই টেমপ্লেট – যে কোথাও বিক্রি করতে পারবে, সেক্ষেত্রে বিক্রির অর্থ বাবদ এখান থেকে ৩৬% অর্থ পাবেন।

ধরা যাক, গ্রাফিকরিভার মার্কেটপ্লেস এ একটি রিজিউম টেম্পলেট এর মূল্য ১০ ডলার নির্ধারন করল। একই টেমপ্লেট কয়েক হাজার বার বিক্রি হয়েছে এরকম প্রচুর টেমপ্লেট আছে। এখন প্রতিবার টেমপ্লেট বিক্রির পর একজন পাবে ৫ ডলার । এখন রিজিউমটি যদি ৫০০ বারও বিক্রি হয় তাহলে হচ্ছে ২৫০০ ডলার, অর্থাৎ ৫০% হিসেবে একজন Author পাচ্ছে ১২৫০ ডলার। এখন কেউ যদি প্রতিদিন এরকম কোন আইটেম একটি করে তৈরী করে এবং সেটি যদি এরকম বিক্রি হতে থাকে প্রতিমাসে আয় কল্পনা করুন।

এনভাটো মার্কেট এ কি কি ওয়েবসাইট আছে ও কি ধরনের কাজ হয় তা নিম্নরুপ : 

Themeforest.net - থিমফরেষ্ট মার্কেটপ্লেসটি পুর্নাঙ্গ ওয়েবসাইট ডিজাইন ও বিভিন্ন টেমপ্লেট ক্রয়-বিক্রয় করে থাকেন তাদের জন্য। এখানে পৃথিবীবিখ্যাত সব ডিজাইনার থেকে শুরু করে যারা নবীন কিন্তু মেধাবী তারাও টেমপ্লেট বিক্রয় করে। টেমপ্লেটগুলো কয়েক ভাগে বিভক্ত যেমন- Wordpress টেমপ্লেট, Joomla টেমপ্লেট, PSD টেমপ্লেট, Drupal টেমপ্লেট ও অন্যান্য। এখানে ১৬ আগষ্ট, ১২ইং তারিখে তৈরি আধফধ থিমটি আজকে পর্যন্ত বিক্রি হয়েছে ৮৬,৪৫৮ এবং থিমটির মূল্য ৫৮ ডলার অর্থাৎ এপর্যন্ত আয় করেছে ৫০,১৪,৫৬৪ ডলার।

Graphicriver.net - গ্রাফিকরিভার মার্কেটপ্লেসটিতে একটি ওয়েবসাইটের পুর্নাঙ্গ ডিজাইন করার দরকার হয় না বরং ওয়েবসাইট তৈরীতে যে ওয়েববাটন, ব্যানার, ব্যাকগ্রাউন্ড, প্রাইস চার্ট প্রভৃতি দরকার হয় সেসব প্রতিটি আলাদা আলাদাভাবে এখানে বিক্রি করা যায়। এসব ছাড়াও বিভিন্ন প্রিন্ট টেমপ্লেট রিজিউম, বিজনেস কার্ড, লোগো ও অন্যান্য অনেক টেমপ্লেট বিক্রয় হয়।

Codecanyon.net - ওয়ার্ডপ্রেস, জুমলা ও মোবাইল এপ্লিকেশন সহ বিভিন্ন ইকমার্স সাইটএর CMS  তৈরীর বিভিন্ন কোড ক্রয়-বিক্রয়ের জন্য উপযুক্ত মার্কেটপ্লেস কোডকেনিয়ন। এ ফাইলগুলো পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল-৫ সহ অন্যন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ও স্ক্রিপ্ট ল্যাংগুয়েজ দিয়ে তৈরী হয়।

Videohive.net - একটি ওয়েবসাইটকে আকর্ষনীয়ভাবে উপস্থাপনের জন্য বিভিন্ন ভিডিও অ্যাড বিক্রয় করা হয়। সবচেয়ে ভাল মানের ভিডিও স্ক্রিপ্ট তৈরী করার জন্য ভিডিও ইডিটর রা ভাল মানের ইডিটিং সফটয়্যার ব্যবহার করে থাকে। যেমন- Sony Vegas Pro | HitFilm Pro | Videoscribe Pro | Adobe Premiere Pro | Adobe After Effects CC | MAGIX Video | CyberLink ColorDirector Ultra | Pinnacle Studio Ultimate | 

উপরের এসব মার্কেটপ্লেস ছাড়াও Audiojungle  এ ভিভিন্ন ধরনের সাউন্ড, ব্যাকগ্রাউন্ড, মিউজিক ছাড়াও বিভিন্ন ধরনের অডিও সেল করা হয়। Photodune এ ওয়েবসাইট ও প্রিন্ট মিডিয়ায় ব্যবহারযোগ্য বিভিন্ন রয়েলটি ছবি, 3docean এ মায়া, ৩ডি ম্যাক্স সহ অন্যান্য ৩ডি সফটওয়্যারে তৈরী  ফাইল এবং একটিভডিন এ এনিমেশন ও ফ্লাশ রিলেটেড বিভিন্ন ফাইল ক্রয়-বিক্রয় করা যায়। এখানে উল্লেখ্য যে, এনভাটো মার্কেটপ্লেস প্রত্যেকটি ফাইল অত্যন্ত মানসম্মত।

এই মার্কেটপ্লেসের প্রত্যেকটিরই বাহ্যিক গঠন, ব্যবহার পদ্ধতি ও নিয়ম-কানুন প্রায় একই রকম এবং যেকোন একটি সাইটে রেজিষ্ট্রেশন করে একই ইউজার একাউন্ট দিয়ে সকল সাইটে কাজ করা যায় এবং প্রত্যেক ইউজার প্রতিটি মার্কেটপ্লেস থেকে প্রতিটি মাসে একটি করে উন্নতমানের ফাইল ডাউনলোডের সুযোগ পাই।


২. টিউটপ্লাস (Tutsplus) ও এর বৈশিষ্ট্য : এনভাটো একটি দক্ষ ও সৃজনশীল কমিউনিটি গঠন এবং তাদের আটটি মার্কেটপ্লেস এ কাজ করার উপযোগী করার উদ্দেশ্যে টিউটরিয়াল, ই-বুক, রিসোর্স, বিভিন্ন সৃজনশীলদের সাক্ষাৎকার প্রভৃতি টিউটপ্লাস এর মাধ্যমে নিয়মিতভাবে উপস্থাপন করছে। এখানে যেসব কনটেন্ট প্রকাশ করা হয় তা অত্যন্ত আর্কষনীয়, বৈচিত্রময়, মানসম্মত কারন এসব কনটেন্ট যারা তৈরী করেন তারা ঐবিষয়ে বিশেষজ্ঞ। যদি কেউ এরকম আকর্ষনীয় কনটেন্ট তৈরী ও সহজ ভাষায় উপস্থাপনের দক্ষতা থাকে তাহলে এখান থেকেও আয়ের বড় সুযোগ আছে।  এখানে অধিকাংশ কনটেন্ট ফ্রি হলেও সাবসক্রাইবারদের জন্য রয়েছে বিশেষ টিউটরিয়াল ও রিসোর্স সংগ্রহের সুযোগ।

৩. এনভাটো ষ্টুডিও (studio.envato.com) ও এর বৈশিষ্ট্য : এনভাটোর সবচেয়ে নবীন মার্কেটপ্লেস এটি। ২০১৩ সালে মাইক্রোল্যান্সার নামে শুরু করা এ সাইটটিতে আট ভাগে বিভক্ত। এখানে সাবসক্রাইবাররা বিভিন্ন কাজের নমূনা উপস্থাপন ও মূল্য নির্ধারণ করেন। বায়ারগণ এখান থেকে সবচেয়ে যোগ্য ফ্রিল্যান্সারকে বাছাই করেন। এখানে আলাদা করে কভার লেটার লেখা ও বিড (দর-কষাকষি) করার দরকার নেই। যেহেতু মূল্য আগেই নির্ধারণ করা থাকে তাই একদিকে যেমন ফিল্যান্সাররা পছন্দসই প্রাপ্য অর্থ পায়, তেমনি বায়ার পায় তাদের সেরা কাজ। এখানকার প্রধান বিভাগগুলো হল- Business, Online Marketing, Mobile Apps, E-commerce, CMS Development, Websites Design, Programming, Graphics, WordPress, Logo Design, Branding, Video Animation প্রভৃতি।

অর্থ উত্তোলনের নিয়ম : এনভাটো চারভাবে অর্থ উত্তোলন করা যেমন : মানিবুকার্স, পেওনিয়ার, ব্যাংক ট্রান্সফার ও পেপালের মাধ্যমে। যাদের পেপাল একাউন্ট নেই তারা সহজেই মানিবুকার্সের মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারে এ জন্য তাদের একাউন্টে সর্বনিম্ন ৫০ ডলার জমা থাকতে হবে।

বিভিন্ন মার্কেটপ্লেস যেমন : ওডেস্ক, ইল্যান্স এ একজন বায়ার তার চাহিদা অনুয়ায়ী জব পোষ্ট করেন এবং ফ্রিল্যান্সাররা প্রত্যেকটি কাজ পাওয়ার জন্য আলাদা আলাদা ভাবে বিড করে কাজ পাওয়ার চেষ্টা করেন। এক্ষেত্রে নতুনদের কাজ পাওয়া একটু কঠিন। কিন্তু এনভাটোর স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারনে খুব সহজেই মেধাবীরা এখানে সাফল্য পেতে পারে।

বিঃদ্রঃ- এই কন্টেন্ট সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।