Blogger.Com -এর A to Z বাংলা টিউরোরিয়ালে আপনাকে অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাহ আল মামুন। আশাকরছি আপনারা সবাই আমার সাথে থাকবেন। আসুন জেনে নিই Blogger.Com সম্পর্কে।
Blog - কি?
ব্লগ শব্দটি ইংরেজি Blog এর বাংলা প্রতিশব্দ, যা এক ধরণের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ইংরেজি Blog শব্দটি Weblog এর সংক্ষিপ্ত রূপ। যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন। এছাড়াও সাম্প্রতিক কালে ব্লগ ফ্রিলান্স সাংবাদিকতার একটা মাধ্যম হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে এক বা একাধিক ব্লগাররা তাদের ব্লগ হালনাগাদ করেন।
বেশিরভাগ ব্লগই কোন একটা নির্দিষ্ট বিষয়সম্পর্কিত ধারাবিবরণী বা খবর জানায়। বাকীগুলো ব্যক্তিগত অনলাইন দিনলীপি। একটি ব্লগ হলো লেখা, ছবি, অন্য ব্লগ, ওয়েব পৃষ্ঠা, এ বিষয়ের অন্য ওয়েব সাইটের লিংক ইত্যাদির সমাহার। পাঠকদের মন্তব্য করার সুযোগ দেয়া ব্লগের অন্যতম একটি দিক। প্রায় ব্লগই মূলত টেক্সট-বেসড বা লেখাভিত্তিক। কিন্তু কিছু ব্লগ আবার শিল্প (আর্ট ব্লগ), ছবি (ফটোব্লগ), ভিডিও (ভিডিও ব্লগিং), সঙ্গীত (এমপিথ্রিব্লগ) আর অডিও (পোডকাস্টিং) ইত্যাদির উপর গড়ে উঠে। মাইক্রোব্লগিং-ও আরেক ধরনের ব্লগিং, যেখানে পোস্টের আকার তূলনামূলক ছোট থাকে। জুন, ২০১৭-এর হিসেবে, ব্লগ খোঁজারু ইঞ্জিন টেকনোরাট্টি প্রায় বাইশ মিলিওনেরও বেশি ব্লগের হদিশ পেয়েছে।
ব্লগিং প্লাটফর্ম
যে সমস্ত ওয়েবসাইট এবং ব্লগিং এপ্লিকেশনের মাধ্যমে একটি ব্লগ তৈরি করা যায়, এগুলোকে ব্লগিং প্লাটফর্ম বলা হয়। বর্তমানে কিছু জনপ্রিয় ব্লগিং প্লাটফর্মের মধ্যে গুগলের ব্লগার অন্যতম।
Blogger.Com - এ আপনাকে কি কি সুযোগ-সুবিধাগুলি দিচ্ছে?
আর এই সবগুলি পাচ্ছেন লাইফটাইমের জন্য ফ্রি।
টিউটোরিয়াল লিস্ট
- ব্লগ তৈরীর জন্য নিয়ম অনুযায়ী Gmail -এর আন্ডারে একটি Email Account তৈরী করার পদ্ধতি।
- ব্লগ-এ রেজিষ্টেশন করার পদ্ধতি।
- ব্লগ-একটি নতুন ব্লগ তৈরী করার পদ্ধতি।
- ব্লগ-এর ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিতি।
- ব্লগ-এ Robot Text- ব্যবহার করার পদ্ধতি।
- ব্লগ-এ থিম বা টেমপ্লেট চেঞ্জ করার পদ্ধতি।
- ব্লগ-এ AdSense- এর নিয়মে পোস্ট করার পদ্ধতি।
- ব্লগ-এ Free Domain অ্যাড করার পদ্ধতি।
- ব্লগ Backlink- করার পদ্ধতি।
- ব্লগ ON Page SEO - করার পদ্ধতি।
- ব্লগ Off Page SEO - করার পদ্ধতি।
- ব্লগ-এ AdSense Apply- করার পদ্ধতি।
কিছু সতর্কতা
- আপনার বয়স ১৮ এর বেশি হতে হবে।
- আপনার Email- থেকে শুরু করে Blogger- অ্যাকাউন্টের ভাষা English হতে হবে।
- AdSense Apply- করার জন্য আপনাকে অবশ্যয় ৮০ টিও বেশি পোস্ট করতে হবে।
- Blog-এ নিখোজ/খুন/হামলা/মেডিসিন/সবজি বা ফলের পুষ্টি/দল সম্পর্কে/প্রোডাক্টের দাম- ইত্যাদি পোস্ট করলে AdSense Account- পাবেন না।
- Blog-এ পোস্টগুলি অবশ্যয় ইউনিক হতে হবে।
- Blog-এ ৪০ হাজারের ও বেশি ইউনিক ট্রাফিক থাকতে হবে।
- Blog -টিকে ইউজার ফ্রেন্ডলি বা সুন্দর্যময় ছাড়াও অ্যাড ব্যবহার করা যায় এমন থিম ব্যবহার করতে হবে।
0 Comments